♦ ......


কোথাও কি কোনো গভীর খাদে;
মরে পড়ে আছিস ওহে বন্ধু সুবোধ,
আমাকে ফেলে রেখে গিরিখাত কিনারে!
তোকেই ডাকছি আমি সারা দিনমান,
সাড়াহীন ঘুম নাকি ইচ্ছায় মরণে!
কোথায় শুয়ে আছিস নৈশব্দ কোলে;
এখানে বিলম্ব ভোরে আধমরা অবোধ,
মনগড়া জঙধরা কলঙ্ক হেঁচকি তোলে!
তুই এসে ভালোবেসে প্রমিত শরণে,
মায়াহীন আঁধারি এ বিনষ্ট আবাদে
- সশব্দ ফুকারি যা সুউচ্চের মিনারে |


এ-ই যে বাঁচা বাঁচি অসম্মান বিবাদে;
বিষাদের পুচ্ছ ধরে নাচানাচি স্বর,
অবাধে মিশে যাওয়া অপকামী রীতি!
অনুচ্চকথার ভাঁজে আবদ্ধ প্রাঙ্গণে,
অপঘাতী প্রসবের ঘরোয়া সৌধশিখর!
আঁকড়ে থাকাথাকি মড়কের বিস্বাদে;
দিগন্ত বিছায়ে রাখা সলজ্জ চুম্বনে,  
সংস্কৃতি সমাধি গড়ে জরা আলিঙ্গন!
ফিরে আয় বন্ধু তুই ফিরতি আবার,
নিপাতি অপ্রীতিও অসত্য রুখে দিতে
- অহেতুক মগজবাহী বিষধর কুনীতি ||


-=-<> © আগুন নদী © <>-=-