♦ .....


আশ্রয় চেয়ে চেয়ে কান্নায় ভেঙে পড়ি,
দিন এলে বাড়াবাড়ি প্রশ্রয়ে ফিরে যাই!
একদম ভাঙাচোরা আমাদের শপথ,
অভ্যাসে উড়ে যায় পরিণত সময়!
নিজের এ নামটি যদি,
কোনোভাবে পাল্টাতে পারতাম!
- তবে কী বুঝতাম সঠিক,
এ কেমন অবসন্নতা আসক্তি পলক!
দেহঘড়ি মনঘুড়ি কতটুকু ছাড়তাম,
বিভোর অসুখী নাম তবে কী ঘুচতো
- নাকি আরো ছুটতাম শূন্য দিক্বিদিক |


ভাতঘুমে পার হলে স্তব্ধ রাত,
তড়িঘড়ি উঠে পড়ে নির্জন দুপুর খাই!
কিছুই তেমন ভালো মনে পড়ে না,
শেষ কবে ধুয়েছি ঠিক প্রেমের শরীর!
নাকি খুব সৈকতে গভীরের জলডুবে
সুরমা লাগিয়েছি হৃদয়ের চোখে!
দিনের এ দেয়ালগুলো,
কোনোদিন যদি ভেঙে দিতে পারতাম
- ক্ষণে ক্ষণে আনমনা ভুলতাম,
সময় দেয়ালে ঝুলে অলক্ষ্য ঝলক!
উন্মনা উদাসী যে বেহায়াপনা,
বিষণ্ণ হতাশা ক্ষোভ কিছু কী মুছতাম
- নাকি আরো দিনরাত চেয়ে ঘুরতাম ||


-----==© আগুন নদী ©==-----