✒️.......


অবশেষে ঘুরে আসি;
নগর নটীর সাথে,
অসুখ বিসুখ সহা মৃতপ্রায় মনে,
ছড়াছড়ি সুখ হতে কিছু কিনে আনি!
ঝকঝকে বাড়ি গাড়ি;
তকতকে সারি সারি,
চুপিচুপি ভিজে ফেলি ছেঁড়া পাতলুন!
আকাশ ছুঁয়েছে দেশ; নগর মহানগর
আমাকে ছোঁয়ার মতো -
কোথাও মিছিল নেই স্লোগানের ধ্বনি
আমার সাধ্যসীমা গোপনেই খুন!
- আমি শুধু একজন মরা হাভাতে |


অভিজাত ছোটলোক;
পকেট ভারির দলে,
আমি খুব বেমানান ঘরে নেই নুন!
খদ্দের গিজগিজ যজ্ঞের শহর;
ঘরের ভেতরে ঘর,
তেলতেলে জলসিঁড়ি
অনেক আলোর মাঝে আঁধারের শোকে
এ শহর নগরে কী খোদার কহর!
সুখের পায়রা তবে -
উড়ে গিয়ে মরে গেছে কোন ভূলোকে?
শক্তের ভক্তরা রক্তের আনাড়ি!
- আমি শুধু একজন করি বাড়াবাড়ি |


আমার মাথাটি বেচে;
রাজটীকা পেয়ে গেছে,
লালচোখা কোতোয়াল হাজার হাজার
চোখ বুঁজে নাক টিপে গিলেছি জহর!
ফিতা কেটে চলে গেছে;
বড়ো বড়ো কারবারি,
মোটা মোটা খাতা খুলে শের মহাজন  
কামাই করেছে ঢের জামাইআদর!
আমাকে ঠকাতে থাকে -
খইফোটা মুখে মুখে অবাক নহর!
গতিময় অতিসারে, দেখি সব মেকি
- আমি শুধু একজন মিছে বকাবকি |


দরজার ওইপাশে;
বহু রূপ নটরাজ,
চেনাচেনা ছায়া ছবি, খুব চেনা স্বর
আবছায়া খাবি খায়,আমি শুধু শিখি
কাঠের চশমা এঁটে;
দুয়ার প্রহরী পড়ে,
উদাস কবির লেখা কবিতা বহর!
না দেখার ভান করে আড়চোখে চায়,
আমাকে পড়তে পারে -
শহর নগর পতি, কোথায় লুকিয়ে থাকে
মোসাহেব আরদালি কানেভারী দল!
- আমি নই একজন চোখে কম দেখি ||


.........................
✒️ @ আগুন নদী ©