@.....


পথগুলো অহেতুক আগলে  
ইঁট বাঁধা বগলে,
মিছেমিছি বসে থাকা
চার মাথা চেগিয়ে.......
এ-ই সব বৃথা ছবি কথা আঁকা -
কিছু কী দেখছে ওরা,
লিখছে না শিখছে, বিষফোঁড়া পাকছে!  
পড়ছে না গড়ছে -
ঝিম মারা ভীম হাতি নড়ছে
- বাদুড়ের জ্ঞাতিভাই ডিম খুব পাড়ছে।


স্থুলকায় ভুলে ভরা;
ধুলোভরা কুলো ঝারা কঙ্কর,
হায় হায় একি সব ধামাধরা ডঙ্কার!
- পীড়াপীড়ি ভিড়া ভিড়ি সারছে;  
কানে তুলো লালমুলো নাড়ছে,
মাঝখানে হাল ছিরি ভিমরুল হুল!
গোকুলে বাড়ছে যারা ....
কী সব প্রেম নামে ভাঁড় ভাম কাম,
বিরহী আবুল ওরা চোখে ঠুলি মশগুল
- অকূলের পাড়ে চরা চামচিকা নকুল!


খিলানের দরজায় দেখি......
বেরসিক প্রহরীর গাদাগাদি পাল,  
কারা ওরা ঘুমঘুম চোখে -
ঠকঠক করে শুধু ঘোরে বেঘোরে!
ধুমধামে দিনপার কমদামী প্রেমে;  
অসুখের বীজ বুনে সময়ের কোটরে,
তিনবেলা হীনতাল বেহাল সাধন!
স্মৃতির মিনার তলে ভীতির জঙ্গলে
- ভূতি হীন ভিতচাষী দল
ভেরেণ্ডা কার্পাস বনে বৈরাশি কাষ্ঠল।


থোঁতা মুখ ভোঁতা মাথা ন্যাড়া বর
নীচু পিছু অযথার ছাতা ছাড়া,
আর কীই-বা দিবে এ-ই ধামে!
প্রহরের গভীর দেহে অদৃশ্য গহ্বর;
কুরে খাওয়া কীড়ে ঘুণপোকা মিলে,  
ঝুরঝুরে করে দেয় তৈজস বহর
- কী এমন দিবে ওরা চুষে উল্টিয়ে!
ঝঙ্কারে টঙ্কার হুংকারে মড়া,
ধিক্কারে চীৎকার ধিকৃত সাকার  
- আকার না বিকার দিবে জাগিয়ে!  


<<>|||||===©©আগুন নদী <>>-