বেশ হতো, যদি সকালের মিঠে রোদ গায়ে মেখে
      কোনো এক ভিন দেশে চেনা পথে হারাতাম নিজেকে


           বেশ হতো, পাখীর গানের মানে খুঁজলে
             সাগর পারে বসে উত্তাল ঢেউ গুনলে


       বেশ হতো, যদি আগুন হয়ে জ্বলে উঠতাম একদিন
    বেশ হতো, যদি প্রদ্বীপ এসে দিয়ে যেত আলাদিনের জিন


          খোলা আকাশে উড়ে বেড়ালে, বেশ হতো
        বেশ হতো, যদি চিন্তা গুলো এখানেই শেষ হতো


            বেশ হতো, রাতটা দিন আর দিনটা রাত হলে
       না জানি তা কেমন হতো ভবিষ্যতটা আগে চলে এলে


   বেশ হতো, আরো যদি পেতাম ফিরে ছেলেবেলাটা আবার
         বেশ হতো, যদি বয়সটা এক হয়ে যেত সবার


   বেশ হতো, যদি ভারত গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে আসত গোরা
               ধন্য হতো এই সৃষ্টি, ধন্য বসুন্ধরা


        হারিয়ে নিজেকে খুজলে, না জানি তা কেমন হতো
                      হয়তো বা বেশ হতো
                        হয়তো বেশ হতো