বেশ চলছিল তখন..
একরাশ উচ্চাকাঙ্ক্ষা ও চোখে বড় হওয়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছিলাম জীবনে
না ছিল কোনো আবেগ.. আর না ছিল কোনো ভয়
যা ছিল তা শুধুই চঞ্চলতা, ব্যাকুলতা ... কিছু খুঁজে পাওয়ার তৃষ্ণা মনের এক অজ্ঞাত কোনে।।


তারপর কেটেগেছে অনেক বসন্ত
মনটা এখন অনেকটাই স্বতেজ, অনেকটাই স্বতস্ফূর্ত, তাই গতিয়মান সময়ের সাথে পায়ে পা মিলিয়ে ছুটছি
তবে না পাওয়ার তৃষ্ণাটা বোধহয় এখনও মেটেনি
তাই আজও আমি যে তা খুঁজছি।।

   হটাৎ একদিন আমার মনটা
একটা চেনা অথচ অজ্ঞেত অনুভূতিতে সাড়া দিয়ে উঠলো..
এর সমতুল্যতা ঠিক যেন আষাঢ়ে ঝড়ের এক উন্মাদ বজ্র
যা আমার বাম দিকটায় এসে পড়লো।।


শুরু হলো মনের এক অদ্ভূত টানাপরণের খেলা
প্রত্যাশিত অনুভূতি অপ্রকাশের ব্যাথা
সাহসী মনটা যে আর নেই, এখন সে অনেকটাই ভীত
কিন্তু আবেগহীন মনটাও আজ আবেগের সাথে বলে দিতে চায় না বলা সব কথা


অবশেষে এলো সেই দিন
যেদিন যেক্ষণে আমার ভীতু অথচ আবেগী মন বলতে চায়, প্রকাশ করতে চায়, দেখাতে চায়
তার এই যে আকস্মিক রূপান্তর তা কতখানি আন্তরিক
কারণ তাকে যে আঁকড়ে ধরেছে ভালোবাসায়