তোমার বরং চলে যাওয়া উচিত ছিলো-
সন্ধ্যে নামার আগে!
এসব পথভ্রান্ত মায়া
আর ওসব যান্ত্রিক স্মৃতি
যা ধুলোয় মিশে গ্যাছে পরম নিস্তব্ধে
সেসব অর্থহীন রুদ্দুর পেরিয়ে
ক্লান্তি ব্যতীত কোনো সুখ মৃত্তিকায় অবশিষ্ট নেই।
শহর জ্বলছে তাপের দরুন;
মেঘকণায় আহ্লাদ নেই;
অপেক্ষাকৃত বেশি অভিমান নিয়ে
দূরে সরে গ্যাছে পরিচিত নক্ষত্র
আমাদের বিরহ কুটির-
চিলেকোঠার ধুলোর মতো ভারী আস্তরণ পড়েছে হাত-ঘড়িতে
পেন্ডুলাম বইতে পারছে না সময়।
কাঁটাতার অবিশ্রান্ত এঁকে চলেছে জীবনবোধের সহজ গুল্প!
গুটি গুটি পায়ে তোমার চাঞ্চল্য নাড়িয়ে গ্যাছে বাম অলিন্দ।
মৌরিফুল, এ ব্যথা কাকে করবো দান!?
বিষণ্ণ আকাশ এক চিলতে রোদ কোথাও নেই!
আমার সনাতন ইচ্ছে সাতরে মরছে নীলের ভেতর।