তোমাকে ছাড়া সমুদ্রে মন বসে না
আমার।
পাহাড়ি নিরবতা ছেয়ে যায় হৃৎপিণ্ডের পাঁচিল।
অভাববোধ নয়, যাতনা নয়,
বিষাদ কিংবা বিরাগ নয়।
তবুও বড্ড অমিল মস্তিষ্কের উঠোনে।
এদিকে খুচরো সময়ে সস্তার রুটিতে
পৌষসংক্রান্তির ডাক এসেছে।
চিলেকোঠার ঘর সাজানো হবে বাসন্তী রঙে।
অথচ আমরা হারিয়ে গ্যাছি সময়ের চোরাবালিতে!
আমি খুঁজছি পাহাড়, তুমি খুঁজছো চাঁদ
চাঁদ খুঁজছে আলো।
পরস্পর বিমুখী কি অদ্ভুত চক্র!
হিয়ার স্পন্দন থেমে গ্যাছে এখানে।
কতোকাল ধরে ধেয়ে চলা গল্প,সত্য ও জীবন একাকার হয়ে আছে ঋতুর অববাহিকায়।
বসন্ত পেরিয়ে গ্যালে নিজেকে ঝরা পাতা মনে হয়!
তবু বেঁচে আছি-
একদিন বেনামি বাতাসে উড় যাবো প্রাক্তনের বারান্দায়!
শব্দহীন বাক্য ব্যয়ের অবসান ঘটিয়ে-
বয়ে আনবো এক গোধূলি সন্ধ্যা।
ভালোবাসা নিমজ্জিত শীতের শীৎকারে-
তোমাকে এক প্রহর ভুলে থাকা অসম্ভব।
কুয়াশায় জমে যাওয়া ঘাসের শরীরে
আহ্লাদের দিনযাপন-
দুপুরে আমি ঠিকানাবিহীন।
সন্ধ্যায় মাতাল;
রাতে সুরাপাত্র;