ওই পাড়ে আজি তুলিতে যাইবো,
পদ্মলতার দল।
শুনিয়াছি সেথা করিছে খেলা,
রঙ বেরঙের জল।
শত গাংচিল ভিড়িয়াছে নাকি,
রুপসী নদীর তীরে।
শাবকটিও আজ মুক্ত হয়ে,
হাটিতেছে বালুচরে।
কাশফুলগুলি চাহিয়া দেখিছে,
আলো ছায়ার খেলা।
তারি মাঝে চলিছে ভাসিয়া,
মোর এই ছোট্ট ভেলা।