নির্বাসনের
কয়েক যুগ পূর্বে-
কাগজের পিঠে কবিতা গুঁজে
এক মহৎ তপস্যায় বিলীন করেছি সন্ধ্যের ঘরে ফেরা।
যাতনায় উন্মত্ত অবসর-
এলোমেলো দিনযাপন!
ভাবতে বসলেই হৃদয় থেকে খসে পড়ে আসমান।
বুঝেছি,
দূরত্ব ভীষণ তলিয়ে গ্যাছে-
লোনাজলে।
বিষণ্ণতার লেনাদেনা সম্ভব নয়
যেহেতু,
রাত্রি নেমে এলেই পায়ে লেগে থাকে পরিচিত অন্ধকার।
বাষ্পের মতো গাঢ় প্রলেপ যাপিত ঠোঁটের কোণে আগলে রাখে নন্দিত ইচ্ছে।
যদি প্রশ্ন রাখা যায় ভালোবাসার কোনো বিশুদ্ধ সংজ্ঞা নেই!!
গৌধুলি কেঁপে উঠবে,
কেঁপে উঠবে খোলা মাঠ
অথবা আমাদের আঙুল!
যারা জড়িয়েছিলো চঞ্চল নৃত্যে।
বিগ্রহের ঘৃণা থাকে-
যেমনটা আগ্রহের থাকে আদর
শ্লোগান বদলে গ্যালে আমরা দাঁড়িয়ে
থাকি।
হিসেব কুঁড়োই!
কতোটা বিকেল ভেঙেছি এক জনমে!