কালজয়ী হওয়ার নেশা প্রকট হয়ে এলে-
তোমাকে দু'লাইন বাড়িয়ে লিখি।
আটপৌরে বিকেল পেরিয়ে-
নিস্তব্ধ জনপদে মানুষের অভিব্যক্তি কুড়াই।
যারা বিগত আষাঢ়ে অনুবাদ কোরেনি তাদের অনুভূতি।
মরুতে সন্ধ্যা এলে- সময় ক্ষ্যাপে উঠে,
ঝড় বয় দ্রোহের।
ষোড়শীর প্রেমাখ্যান ফিরিয়ে-
আমরা নির্বাসিত হই কবিতার ভূগর্ভে।
অতঃপর ছাড়পত্র পেয়ে যান
বনলতা সেন।
কয়েকখণ্ড অধিকার নিয়ে-
যাযাবর হোতে চাও?
ধর্মীয় জ্ঞান আবশ্যক নয়!
পাহাড়চূড়ায় দাড়ালে আকাশের দূরত্ব কমে না
বরং সমুদ্রের দূরত্ব বাড়ে।
আমাকে মাতাল হওয়ার স্বাধীনতা দেবে?
জলের প্রতিবিম্বে খুশি থাকবো।
একবার বলেছিলাম, সংশোধনী সংবিধানে কবিতা লেখার
সুনির্দিষ্ট নিয়ম ছাপাতে।
আমার আর ভালো লাগে না-
অনিয়মে ডুবে পাণ্ডুলিপি সাজাই।