রাত্রি গাঢ় হয়ে এলো-
অথচ এখনো ঘুমের কোনো আয়োজন করা হয়নি।
ক্যান্সারের রিপোর্ট হাতে লোকটি হেঁটে চলেছে রেল লাইন ধরে।
কোথায় যাবে সে?
বাড়ি নাকি ব্রোথেল?
মৃত্যুর সম্ভাব্য তারিখ জানা মানুষটি
আরো বেশি ডিপ্রেশনে ভোগছে!!
এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে লোকটি
অদৃশ্য ত্রিমোহনায় পৌঁছে গ্যালো
যেখানে বাড়ি ও ব্রোথেল ছাড়াও অবশিষ্ট একটি পথ খোলা
এবং সেটি হলো ব্রোথেলের বিপরীতে বয়ে যাওয়া উপাসনালয়ের রাস্তা
তথাকথিত ডাক্তারের শেষ বাক্যটিও ছিলো প্রার্থনা সংক্রান্ত।
রাত্রি গাঢ় হয়ে এলো-
অথচ এখনো ঘুমের কোনো আয়োজন করা হয়নি।
ক্যান্সারের রিপোর্ট হাতে লোকটি এবার হাঁটছে উপাসনালয়ের পথে
পানশালা কেন্দ্রিক বেড়ে ওঠা লোকটি আজ বিপরীতে হাঁটছে!!
স্বভাববিরুদ্ধ এমন কাজ দ্যাখে-
হেসে উঠেছে বৃক্ষ, মাঠ-ঘাট, ক্ষেত, নদী ও সবচে' কাছের গুল্ম জাতীয় উদ্ভিদগুলো।
এবং ভাবছে, লোকটির যখন ঘুম ভাঙবে তখন সে বুঝবে, সে স্বপ্ন দ্যাখছিলো।
তখন সে কী চাইবে?
সরাব নাকি স্রষ্টা?!