খামের ভেতর শুয়ে আছে শীতকাল!
প্রকৃতি বৃষ্টি দিয়েই ঘুরিয়ে নিচ্ছে সময়ের চাকা।
শীতের অভাব নেই,
বরং ডাকটিকিটে ভালোই আছে আমদের জড়তা।
দেয়ালে হেলান দিয়ে,
ভাবনাহীন কাটিয়ে দিচ্ছি পেন্ডুলামের ভবিষ্যৎ।
শব্দের আনাগোনা নেই!
বাঁশি কয়েকটা অলঙ্কার দিয়ে আগামী শরৎ অব্দি চালাতে হবে।
স্রষ্টা দয়া করুন,
এই যে, শার্টের বোতাম বেয়ে পানি ঝরছে।
বাহারি অসুখে ছেয়ে গ্যাছে
অভাবের জানালা।
দরজায় খিল মেরে বসে আছে রাষ্ট্রীয় দূর্বলতা।
যেহেতু পরিসংখ্যানে দেখাতে হবে,
আমাদের কোনো অভাববোধ নেই।
পল্লিতে শীত জমে উঠেছে।
কুয়াশার আমেজে নান্দনিক অবয়ব-
চেনা পথের ধারে পরিচিত ফুলের
শীৎকারে ভেসে আসে বহুতল আকাশ।
বর্ণনাতীত রুপকথা জানালার ওপাশে!
কিছু বর্ষা কিনেছি উপেক্ষিত ছায়াদেহে।
বিলীন হওয়া শরৎ-
কয়েক রাত এগিয়ে গ্যালে নিঃসঙ্গ ব্যবিলন গুড়ো হয়ে আসে।
পাহাড়ের উপত্যকা যখন আয়োজনের শেষার্ধে, জলফড়িঙ তখন উঁকি দ্যায় ঘাসের নিতম্বে।
আমাদের আরো চাওয়া বাকি আছে জলের কাছে-
মৌসুম, প্রাপ্তির ঠিকানা জানো?