ভুলে যাওয়াটাই স্বাভাবিক।
মনে রাখাটা অস্বাভাবিক।
আমরা কতো বসন্ত স্থির ছিলাম বন্দরের অভ্যন্তরে?
আর কতোটাই বা স্পর্শ নিয়ে ছিটকে পড়েছি
আঙুল থেকে দূরে?
জানি, ভালোবাসা ক্রয়-বিক্রয় হয় না
তবু বাজারদর দোষের নয়।
কোটি বছরের সঙ্গম শেষে যদি এসে বলি-
ভুলে যাওয়াটা কি আদৌ স্বাভাবিক ছিলো।
তখনো কি বিক্রি হবে বণিকের মুদ্রায়?