অতঃপর আকাশে ফাল্গুনী চাঁদ আবির্ভূত।
বোবা কান্না ধ্রুবক মেনে কুঁড়িটি রাত অপেক্ষার সমানুপাতে গলিয়ে
উপস্থিত হয়েছি জোছনা অভিমুখে।
মৃত্যুঞ্জয়ী,
শহরে প্রেমের ঘ্রাণ লেপ্টে আছে
যাতনার কৌটোয়
একগুচ্ছ শীতল অনুভূতি ফড়িন এসে শুষে নেয় সলিলের স্তম্ভে।
আমাদের দিগন্ত ভুলে হাটা পথ জোড়া লেগে যায় দোচালা ঘরের সম্মুখে।
শালিকের ঠোঁটে বিকেল নিথর হয়ে ভেসে যায় অমোঘ শান্তিতে......
এই যে পৃথিবী পুরনো হয়ে উঠছে-
বয়স বাড়ছে গ্রহগুলোর।
অথচ আমাদের ভ্রমণের দাঁগ স্পষ্ট ফোটে আছে ১০০ বিলিয়ন ছায়াপথে
য্যানো
আলোকবর্ষ দূরত্ব অতিক্রম আমি তোমারই আছি।
যদি কোনো ঘুম না লাগা রাতে-
শোকতারা খসে পড়ে তোমার উঠোনে ঘাসের বিছানায়
অথবা অনেক আকাশ হৈচৈ খেলে রৌদ্র করোটিতে।
তবে,
বৈদ্যুতিক তার বেঁয়ে হেটে চলা অপেক্ষমাণ যাত্রীদের ভিড়ে আমায় চিনবে?