সেদিন হঠাৎ ভেবেছিলাম
সুখ খুঁজতে যাব তোমার বাড়ি
তোমার নাকি আছে সুখের খামার
তার মাঝেতেই একটি কোণা খুঁজে
বানাবো নিজের ছোট্ট একটা বসতবাড়ি
এতো কিছু ভেবে দিলাম পাড়ি
তোমার বাড়ির খোঁজে
যেদিকে তাকাই সোনাঝরা রোদ যেন
আমার চলা বোঝে
মাঠ পেরলেই ঝর্না যেমন
পাহাড় চিরে নামে
আমিও তেমন চলেছি নেশায়
তোমার অমর ধামে
চলতে চলতে কখন যেন
পৌঁছে গেছি আমি
চমকে দেখি সম্মুখে তুমি
দাঁড়িয়ে অন্তর্যামী
কি যেন তুমি চলেছ খুঁজে
ভীষণ শশব্যস্ত, কোন দিকেই
নেইকো খেয়াল ভীষণ বিপর্যস্ত
অনেক সাহসে শুধাই আমি
কি খুঁজে চলেছ তুমি জীবনের কাণ্ডারি
স্মিত হেসে উত্তর দাও............
'যা ছিল আমার বহু যত্নের
আমার হারিয়ে যাওয়া বসতবাড়ি'