ঈশ্বর,
তুমি চিরশাক্তিমান,
অসীম ক্ষমতাবান,
অশেষ দয়া-প্রাণ--
তুমি পৃথিবীর নিয়ন্ত্রক
কিন্তু তোমার এই পৃথিবীতে,
কেন সর্বদা হাহাকার?
কেন ক্ষুদার্ত ভিখিরির মৃত্যুর খবর,
শুনতে হয় বার বার?
কেন ঋণের বোঝা ঘাড়ে,
গরিব চাষী আত্মহত্যা করে?
তোমার প্রতি শত প্রার্থনারও পরে--
কেন দিল্লির বাসে লুম্পেনদের হাতে,
চলে যায় সাহসী নির্ভয়ার প্রাণ?
কেন বারবার,
ধুলায় লুটায় মানুষের সম্মান?
এই তোমার বিচার- ভগবান?


ঈশ্বর,
মানুষ কি তোমার খেলার পাত্র,
হাসির খোরাক, পাশা খেলার দান?
মাতৃহারা ছেলের চোখের জলে তোমার প্রাণ ভরে?
জানি না ভগবান-
তবে যে শুনেছিলাম ,
"তুমি চিরশাক্তিমান,
অশেষ দয়া-প্রাণ?''