এসো হে চাষী,
      এসো হে শ্রমিক,
নিশীথ রাত্রি ঘনিয়ে এসেছে,
সময়টা যে বিপ্লবের,
এসো হে চাষী,
এসো হে শ্রমিক,
সামনে লড়াইয়ের ময়দান,
চলবে না হলে হয়রান।
চলবে না হলে হয়রান।।


শ্রমিক, সাথে আছে তো হাতুরিটা?
চাষী, সঙ্গে এনেছ কাস্তে?
কাস্তে- হাতুরি এক হলেই যে রুখে যাবে শয়তান,
চলবে না হলে হয়রান।
চলবে না হলে হয়রান।।


আজ তোমরা শোষিত, শমিত, নিপীড়িত
বড়লোকের পায়ে পদদলিত,
এই অন্ধকার দুরে সরে,
ফুটবে নতুন সুর্যের আলো,
তোমারই রক্ত ঝরে----
বন্দুক বেয়নেটকে চলবে না ভয়ে পেলে,
জাতি বর্ণ ভুলে,
আজ সকলে সমান,
সামনে লড়াইয়ের ময়দান,
চলবে না হলে হয়রান।
চলবে না হলে হয়রান।।