বছরঘুরে আবার শরৎ,
রোদ্দুর যেন মহুয়ার ফল,
আবছায়া খুব কালের নিয়ত
হাঁটছে দেখো মেয়ের দল।  


কবিরা শুধু শরীরই চায়,
বছরজুড়ে মিথ্যে কথা
ভালোবাসা রয়্যালটি দেয়
শরৎচিঠি- বিলাপ ব্যাথা।


বছরজুড়ে  ছন্দছাড়া
নিয়মের মৌচাকে ঢিল
প্রেমের মতই ছন্নছাড়া
একটি দিনের অন্তমিল।


ছান্দসিক, শেখাবে আমায়?
ছন্দ তোমার বছর জুড়ে,
আমি নাবিক, ছন্দ ডাঙায়
দেখা-সাক্ষাত শরৎপুরে।


বিশ্বাস সব চুলোয় যাক
পূজোয় কোথায় নাস্তিকতা?
কবিত্বটাই স্ববিরোধী
ডাকছে আমায় কলকাতা।


চোখ এখনও বুকের দিকেই,
শরতে দেখবি চোখতুলে?
চোখের কাজলও কবিতা হয়,
শরৎ শেখায় সব ভুলে।