তোমারই জন্যে দেখো পৃথিবীর গান
আজও মানুষের কথা বলছে,
তোমারই জন্যে দেখো ওই দিগন্তে
ভালোবাসার দীপ জ্বলছে।


তোমারই জন্যে দেখো সর্বহারা
আজও বাঁচার স্বপ্ন দেখছে,
তোমারই জন্যে দেখো রঙিন পাখি
আজ ভরসার ডানা মেলছে।


তোমারই জন্যে বব ডিলান
লিখেছিলেন ফেয়ারওয়েল আঞ্জেলিনা
জানি আমার জন্যে শুধু
আছে তোমার একরাশ ঘৃণা।
তবে, পরোয়া করিনা----
ভালোবাসা একপেশে হতেই পারে
ভালোবাসার স্বাদ তো ব্যর্থতাতেই বাড়ে।


তোমারই জন্যে আজও হাসছে
ঢাকা শহরের হাজারো লেন-বাই'লেন
তুমিই কি তবে সেই নাটোরের
বনলতা সেন?


তোমারই জন্যে বাউলের সুরে ভাসে
চিরসাম্যের স্বপ্ন
তোমারই জন্যে ভালোবাসা হোক
ভুখা ছেলেটার রাতের অন্ন।


ধর্ম দিয়েছে আজ
পৃথিবীর বুকে হানা
অমিত কি আমিনাকে
ভালোবাসতে পারেনা?


তোমারই জন্য ধর্মের চাকা
রুখে দেবে ভালোবাসা,
তোমারই জন্যে বাউলের স্বপ্ন
হবে ভবিষ্যতের ভরসা।


তোমারই জন্যে আমার বুকের আগুন
আজকেও অনির্বান,
তোমারই জন্য ধরেছি আমি
এই ভালোবাসার গান।


আমার বুকের রক্তক্ষরণ
রুখতে পারে শুধু তোমার মিষ্টি হাসি
আজ চেঁচিয়ে বলছি তাই
"আমি তোমায় ভালোবাসি।"