আমি চরম সৎ নীতিবান থাকতে চেষ্টা
করে আসছি যথাসাধ‍্য ।
কিন্তু কোন এক অদৃশ্য শক্তি আমাকে
অসৎ হতে করতে চায় বাধ‍্য ।
আমি প্রতিনিয়ত যতই হতে চাই দরদী
পরোপকারী কল‍্যানকামী ।
সর্বক্ষন ততই কে যেন আমায় করতে
চায় শুধুই বিপথগামী ।
আমার সাথে অসংখ্য প্রতারণা সত্বেও
আমি করি না রূঢ় আচরণ ।
সঙ্গত কারণে কথা না রাখতে পারলে
আমায় গালমন্দ করে ইচ্ছে মতন ।
স্রষ্টা অসন্তুষ্ট হবে ভেবে আমি নেইনি
কভু শত্রুরও প্রতিশোধ ।
কিন্তু তুচ্ছ ভুলে অনেকেই আমার জন‍্য
জীবনের তরে করে অবরোধ  ।
সাক্ষাৎ শাস্তির ভয়ে আমি কভু করতে
যাই না মোটে লোভ লালসা ।
তবুও কঠিন শাস্তি আমায় পেতেই হবে
যতই না করি অন‍্যায় আশা ।
লোকেরা মন্দ বলবে বলে যত সংযত
থাকি পেটে বেঁধে পাথর ।
শেষমেশ দেখি নানা অপবাদ বিসম্বাদ
চাপিয়ে আমায় করে নিথর ।
এই জীবনে যাকে চেয়েছি গড়ে দিতে
এবং রাখতে চরম সুখে ।
সেই যেন চরম অপমান অপদস্ত করে
বিষ ঢেলেছে আমার মুখে ।
যার জন‍্যই করেছি চেষ্টা না থাকে যেন
সে কোনভাবেই অধিকার বঞ্চিত ।
সেই যেন সবচেয়ে বেশী আমায় নিষ্ঠুর
নির্মমভাবে করেছে লাঞ্চিত ।
আমার অনেক দেনাদারের দ্বারে দ্বারে
ঘুরে টাকা তুলতে নিরন্তর করি সবর ।
প্রতিকূলে থাকা সত্বেও ক্ষুদ্র পাওনাদার
যেন আমাকে দেবে জ‍্যান্ত কবর ।
মহাপাপ করেও কারো দেখি না তেমন
হয়েছে কোন প্রকার শাস্তি  ।
আর আমার ছোট খাটো ভুলেও বিশাল
শাস্তি না দিলে কে যেন পায় না স্বস্তি ।
যতই না অপমান অপদস্ত হওয়ার ভয়ে
চলি ফিরি সাবধানে ।
তবুও অসম্মানজনক পরিস্থিতি সবসময়
আসবেই আমার সামনে ।
জীবনে আমার সফল হতে যার প্রেরণা
ছিল খুব বেশি প্রয়োজন ।
সেই কিনা আমার এই অপার সম্ভবনার
জীবন ধ্বংসের করেছে আয়োজন ।
এমন অসংখ্য প্রতিকূল পরিস্থিতি আমি
প্রতিনিয়ত করছি মোকাবেলা ।
জানিনা কোন দিনও আমার জীবন হতে
দূর হবে কি না এসব উৎকট ঝামেলা ।


রচনাকালঃ - রাত ১২:১৩টা, বৃহস্পতিবার, ১৪ আশ্বিন ১৪২৯, ২৯ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।