আমি মহাজাগতিক মুসাফির
অনন্তকালের পর্যটক তবে
ক্ষণিকের মেহমান এ ধরীত্রির ।
আমি মহাজাগতিক মুসাফির
দুনিয়া পরিভ্রমনকালে ধারণকৃত
এই বাহন আমার নাম যার শরীর ।
তাই শরীরটাই আমি নই
শুধু যে তার ভিতরেই রই
সাদাকালা ল‍্যাংড়াখোঁড়া কানাট‍্যাঁরা
যাইহোক আমি তো আসলে আমির ।
আমি আল্লাহর প্রতিনিধি
মানি শুধু তারই বাক‍্য বিধি
স্থায়ী স্বপ্ন তাই হেথা দেখিনা ভাই
বাঁধবো যে স্বর্গে চিরস্থায়ী সুখের নীড় ।
আমার নাই হেথা একদণ্ড স্থায়িত্ব
কিন্তু আছে অপরিসীম গুরুদায়িত্ব ।
মত্ত হবো না তুচ্ছ ভোগবিলাসে
রত রবো তার অনুগ্রহ তালাশে
আশ্বাসে বিশ্বাসে তার প্রতিশ্রুতে স্থীর ।
আমি মহাজাগতিক মুসাফির
দুনিয়ার হাজার চক্রান্তে বিভ্রান্তে
হবোনা বিচলিত রবো স্ব-সম্ভ্রান্তে
কোথাও নোয়াবো আমারি উন্নত শির ।
আমার যে ভয় নাই ক্ষয় নাই
লয় নাই আমি অবিনাশী তাই
আমি খোদার ক্ষুদ্র সংস্করণ
আমার যে হয়না জন্ম মরণ
অকারণ উৎকণ্ঠা নাই আছে তকদির ।
সত‍্য বলে যা বুঝেছি জেনেছি
দু'দিনের দুনিয়ায় শুধু তাই মেনেছি
মিথ‍্যার মুণ্ডুতে সর্বদা আঘাত হেনেছি
কারো খুশি বেজারে হইনা প্রভাবিত
পরিমিত জীবনবোধের এ আমি
থাকি সর্বদা স্রষ্টাতে সমর্পিত
তার কাছ থেকে এসেছি আবার
তার কাছেই ফিরে যাবো
সেথা যা চাবো তাইতো পাবো
হেথাকার জীবন শুধু ইবাদত বন্দেগীর ।
আমি মহাজাগতিক মুসাফির
আমি মহাজাগতিক মুসাফির
অনন্তকালের পর্যটক আমি
দুনিয়ার জীবনে হলেও ফকির
আমির হয়ে স্বর্গে গড়বো স্থায়ী সুখের নীড় ।


রচনাকালঃ- সকাল ৮:৩৮টা, বৃহস্পতিবার, ২৫ আগষ্ট ২০২২, ১০ ভাদ্র১৪২৯, মিরপুর, ঢাকা ।