এত্তো এত্তো করলে ভণিতা
সাজলে তো জাদরেল নেতা
লজ্জাও কি তোদের নাইরে
মোটে নাই কি রে মানবতা ?


বাপের ছিল না জমিদারী
লুটেই করলে বাড়ি গাড়ি
সেবকের পদ ভোটে করে
চুরি উল্টো হলে অত‍্যাচারী !


ছিনিয়ে নিলে শাসন ভার
যেন দেশটা করবে উদ্ধার
বড় বড় ভাষন দিয়ে শালা
সব লুটে কর বিদেশ পাচার ?


হাড় কাঁপা শীতে অসহায়
মানুষ পড়ে আছে রাস্তায়
আর তোরা বদমাসের দল
গা ভাসাচ্ছিস বিলাসিতায় ?


কংক্রিটের ব্রীজ ভবন গড়ে
ভাসাও উন্নয়নের জোয়ারে
খোয়ারে পশু আরামে দেশ
মালিকরা থাকে পথে পড়ে !


যাদের সম্পদ লুটে তোরা
গড়ছ বিদেশে বেগমপাড়া
শোন তোদের স্বজনেরাও
তবে অচিরেই হবে সর্বহারা ।


যাদের সম্পদ খাচ্ছ লুটে
নেতা সেজেছ মহা দাপুটে
মোটে কিন্তু পাবেনা রেহাই
দুর্ভোগ কপালে যাবেই জুটে ।


রচনাকালঃ- রাত ৯:১৫টা, শনিবার, ২৪ পৌষ ১৩২৯, ৭ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।