তুমি নেই গতও হলো কতদিন
কিন্তু আজও যেন সর্বদা কানে
বাজছে বিরহের সেই মরণ বীণ ।


আমায় ছুড়ে ফেলে গেলে দূরে
অথচ অনুভব করি আষ্টেপৃষ্টে
আছো তুমি আমারই বাহুডরে !  


যদিও তোমার মতো কেউ নয়
তবু এই বুঝি পাশকেটে গেলে
সর্বদাই আমার তাই মনে হয় ।


তখনই বুকটা করবে ধর ফর
আর বাড়বে শরীরের কাঁপুনি
ক্ষীণ হয়ে আসবে যে কন্ঠস্বর ।


স্বচক্ষে দেখিনা সেই কতদিন
তাতে কি, স্বপ্নেও এসে ঠিক
এমনটাই করে যাও নিত্যদিন ।


তোমায় হারিয়ে আমি সর্বহারা
শত চেষ্টায় আর পারিনা উঠে
দাঁড়াতে পারবো না তুমি ছাড়া ।