একটা নিছক পাগলামি
করেই যাচ্ছি আমি...
সবাই চলছে সমাজ মেনে
শুধু আমিই করছি গোয়ার্তুমি ।


আমি যদিও নই নামীদামী
তবুও ভাবছি কল্যাণকামী
কিন্তু কেউ পুছে না আমায়
হইনি যে পুঁজিপতি-ভূস্বামী ।  


যখন সংস্কৃতি করে চামচামি
আমি করি দ্রোহের মাতলামি
স্রোতের বিপরীতে চলতে
গিয়ে দেখি কতেকের ভণ্ডামি ।


সমাজ চায়না কারো মর্দামি
বরং করে তুলে বিপথগামী
তাই অর্থই জীবনের অর্থ
ভেবে করে জোচ্চুরি গুণ্ডামী ।


ঐ স্রোতে গা ভাসাইনি আমি
এটাই নাকি আমার বোকামি
প্রয়োজনে কবর তক সবর
করবো হলেও হবো আসামি ।


সব বুঝেই করছি পাগলামি
আমার মতোই চলছি আমি
কেন করছি কেউ বুঝক না
না বুঝক; বুঝক শুধু অন্তর্যামী ।