জন্ম আমার আজন্ম পাপে
নাকি কারো বা অভিশাপে
জানি না কি কারণে হয়েছি প্রতিবন্ধী ।
সব যখন সৃষ্টিকর্তার হাতে
আমারও দুঃখ নাই তাতে
সুখ এটাই আমার যে নাই প্রতিদ্বন্দ্বি ।
আমার কোন শত্রুও নাই
সবার দয়ায় দু'মুঠো খাই
না দিলে ভাই করি নাতো জবরদস্তি ।
আমি এমনটি হবার জন‍্য
তোমরাই তো হয়েছ ধন‍্য
তা ভেবেও আমি পাই যে বেশ স্বস্তি ।
আমি সুস্থ সুন্দর নই বলে
তোমরা এতো দামী হলে
নেপথ‍্যে এভাবেও রাখলাম অবদান ।
মন্দ দিয়ে হয় ভালো তুল্য
তাইতো তোমরা পাও মূল্য
তোমাদের সম্মান বাড়ুক না অফুরান ।
জন্ম হলেও আজন্ম পাপে
তবে মরবো বটে নিষ্পাপে
পুরস্কার স্বরূপ বুঝি করবো স্বর্গ লাভ ।
ভবে না হয় পেলাম বঞ্চনা
পরকালে শুনবো না গঞ্জনা
সেথায় নিশ্চিত আমি হবো অমিতাভ ।


"সহমর্মিতার সংবেদন"


রচনাকালঃ- রাত ১০:৪২টা, মঙ্গলবার,  ১৫ ভাদ্র ১৪২৯, ৩০ আগষ্ট ২০২২, মিরপুর,ঢাকা।