নিজেরই জ্ঞান বুদ্ধি চেহারা
নিয়ে সবার সে কি গর্ব !
নিজকে জাহির করতে তাই
কারো কৃতিত্ত্ব করি খর্ব ।
আহা ! আমরা কত অথর্ব !


দেখতেই চাই না নিজেকে
অন‍্যের চোখে কেমন ?
কারো মতামতে তোয়াক্কা
তাই করি নাতো তেমন ।
ঠিক দানবীয় চরিত্র যেমন ।


নিজের মতামত সদা তাই
অন‍্যের উপর চাপাই ।
দুইদিনের মুসাফির হয়েও
সমাজটাকে কাঁপাই ।
আবার নিজের গাই সাফাই !


স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হয়েও কি
আজব মোদের কারবার !
একবারে শিখছি না কিছুই
একই ভুল করি বারবার ।
শিখিনা সময় হলেও যাবার ।


পরস্পরে সবাই সবাইকে
সদাই দিয়ে যাই দোষ ।
নিজের উন্নাসিকতায় সৃষ্টি
করি অন‍্যের অসন্তোষ ।
আফসোস বড় আফসোস !


রচনাকালঃ- রাত ১২:৫৬টা, বুধবার, ১৪ আষাঢ় ১৪৩০, ২৮ জুন ২০২৩, ব‍্যঙ্গালোর, ভারত ।