যতই গভীর হবে রাত
নিকটে আসবে প্রভাত
তবে কেন এতো ভয়
দ্বিধা সংশয় হে সুজাত ?


রাতের পর আসে দিন
ব্যত্যয় হয়নি কোনদিন
তাই সৃষ্টির এই নিয়মে
বিশ্বাস করাই সমীচীন ।


জাগিয়ে রাখবে আশা
আসুক যত না সমস্যা
তা আসে সমাধানের
জন্যই রাখো হে ভরসা ।


এ দুনিয়ার নিয়মই তাই
এতে একাত্ম থাকা চাই
নচেৎ হেথা কোথাও তো
তার সুখ শান্তি যে নাই ।


রচনাকালঃ- রাত ৮:০০টা, বুধবার, ২৪ মাঘ ১৪৩০, ৭ ফেব্রুয়ারী ২০২৪, মিরপুর,  ঢাকা ।