যাদের ভাবনা চিন্তায় বিরাজ
শুধু নিজেকে নিয়েই বাঁচা ।
তাদের করি বড্ড ঘৃণা তারা
হোকনা আমার বাপ চাচা ।


এই আত্মকেন্দ্রিক মানুষগুলো
আহা কতই না নির্বোধ !
এরা বুঝেনা প্রকৃতি যে এদের
প্রতি কিভাবে নেয় প্রতিশোধ ।


এরা অন‍্যদেরকেই শুধু বঞ্চিত
করে না বঞ্চিত হয় নিজেও ।
বিষয় সম্পদ থাকলেও অঢেল
কোথাও সুখ পায়না খুঁজেও ।


যতই তাদের থাকুক না অর্জন
তারা সম্মান পায়না কভু ।
তারা বুঝে না তাদের হতে যে
ওসব কিছু তুলে নেয় প্রভু ।


আসলে তিনি পাঠিয়েছেন এই
মানুষকে তার প্রতিনিধি রূপে ।
কিন্তু স্বীয়স্বার্থ চরিতার্থেই পড়ে
থাকে তারা মুর্খতার অন্ধকূপে ।


রচনাকালঃ- সকাল ৭:১৬টা, শুক্রবার, ২৬ জৈষ্ঠ্য ১৪৩০,
৯ জুন ২০২৩, নিমেন্স হসপিটাল, ব‍্যঙ্গলুরু, ভারত ।