দেখলাম বিশ্বের যত শিক্ষিত আজ অব্দি
অনেকের ডিগ্রী আছে নেই আত্মোপলব্ধি
দেখি ওরা আশ্চর্যজনক কি বিবেকহীন তবে বুদ্ধিমান !


চোখ থাকতেও দেখেছি যেন তারা অন্ধ
ষষ্ঠ ইন্দ্রিয় সঙ্গতভাবেই থাকে সদা বন্ধ
তাই বিবেকহীন বিদ‍্যান মানেই তো শিক্ষিত শয়তান !


কথা ছিল শিক্ষা পেলে হবে আলোকিত
কিন্তু ডিগ্রীটা তাদের করেছে আচ্ছাদিত
অহংকারের চাদরে মুড়ে, যেন ওরা ভয়ংকর অমানুষ ।


তাদের ভুলগুলো সব গণ্ডমূর্খরাও ধরে
শুধু সাহস নেই বলার যদি কিছু করে
এদের জন‍্যই হয়তো বা মানুষকে বলে রঙিন ফানুস ।


নিজের ভুল নিজেই ধরতে না পারায়
সে মানুষগুলো গ্রহন যোগ‍্যতা হারায়
শুধু নিজেকে নিজেরই অন্তর চক্ষে না দেখারই জন‍্য ।


ডিগ্রী নামক ঐ পর্দাটা সরিয়ে দিলে
শেখার জানালাটা সদা রাখলে খুলে
সত‍্য উপলব্ধিটা তাদের ধরা দিয়ে যে করত ধন‍্য ।


রচনাকালঃ- রাত ১১:৫৯টা, বুধবার, ৩ জৈষ্ঠ্য ১৪২৯,
               ১৮ মে ২০২২, মিরপুর, ঢাকা ।