ঘনঘোর এ বরষায়
সখা কোন ভরসায়
ঐ গাঙে ভাসাচ্ছো নাও ?
দুঃখ দহন যন্ত্রণায়
নাকি নির্বুদ্ধিতায়
সেথায় বেঘোরে কি
তুমি ডুবে মরতে চাও ?
গর্জন মেঘমোল্লার
চারিদিক হৈহোল্লার
আওয়াজ কি পৌঁছে
না তোমারই কর্ণকুহুরে ?
বিপদ সম্মুখ পানে
যেওনা কোনখানে
শন শন ধনি তোলে
বাদল ঝরছে যে অদূরে ।
থেকো না উদাসীন
শোনবে চালের টিন
ঝম ঝম সুর তোলে
উদ্দাম নৃত্য করে চলছে ।
ঝেরে ফেল হতাশা
মনে জাগাও আশা
কান পেতে শোন কি
যেন আরও সে বলছে ।


রচনাকালঃ- রাত ১১:০৯টা, মঙ্গলবার, ১৮ শ্রাবণ ১৪২৯, ২ আগষ্ট ২০২২, মিরপুর, ঢাকা  ।