বাঙালির চরিত্রের দোষ নিয়ে সরব আজও সারাটা
বিশ্বময়, স্বদেশেও কম নয় ।
কোন জাতির চরিত্রে মাধুর্য কি এমনি এমনি গঠিত
হয় ? সুষ্ঠু পরিকল্পনাবিনা হয়না নিশ্চয় ।
এই জাতির জন্মলগ্ন থেকে ক'জন নেতৃত্ব দিয়েছে
তার আদব কায়দা শিষ্টাচার সুচরিত্র গঠনে ?
বরং সর্বদা সবাই নেতৃত্ব দিয়েছে স্বীয় জাতিকেই
মিথ‍্যচার অনাচার অবিচার লুন্ঠন খুন ধর্ষনে ।
ধর্মের শাশ্বত বানীগুলোকেও তেমন কেউ করেনি
বাঙালির কাছে যথাযথভাবে উপস্থাপন  ।
উপরন্ত জাতির চরিত্র হননে সবার মেধা মননে বিষ
বৃক্ষের বীজ কতজনে করে বপন ।
যার চরিত্র যত বেশী অপবিত্র সেই নেত্রী-অভিনেত্রী
নেতা-অভিনেতা হর্তাকর্তা এবং করছে শিক্ষকতা  ।
যারাই কিনা আবার সাধু সন্তদের নামে সর্বদা দিয়ে
অপবাদ করে চলেছে অবর্ণনীয় বর্বরতা ।
উন্নত বিশ্ব বলতে তো দেখি তারা যারা নেতৃত্ব দিচ্ছে  
বিশ্বে কতৃত্ব করাতে যার যার জাতি ।
আর আমরা এই চেতনা সেই চেতনা এ দল সে দল
গড়ে বহুধা বিভক্তে দিনকে দিন হয়েছি আত্মঘাতী  ।
সমাজে সংগঠনে প্রতিষ্ঠানে দেশ নেতৃত্বে যাকে বেছে
নিয়ে করে নিয়োগ সেও যেন শয়তানের শিরোমণি ।
বঙ্গবন্ধু তাইতো বড় আক্ষেপ করে বলেছিলেন সবাই
পেয়েছে সোনার খনি আমি পেয়েছি চোরের খনি ।
উর্বর মাটি ও মস্তিষ্কের এ জাতিকে পুনঃনির্মানে আজ
হতে যদি না দেয়া যায় সুচরিত্র গঠনের নেতৃত্ব ।
তবে আজীবন বাঙালি করবে দাসত্ব অপসংস্কৃতি আর
বর্বরেরা আমাদের উপর করবেই তো কতৃত্ব ।  


রচনাকালঃ-রাত৯.৫০টা, রবিবার, ২৫ পৌষ ১৪২৮,
৯ জানুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।