রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও ওহে বীর বিক্রম নর
চারিদিক তোমায় ঘিরে ধরেছে কিছু তুচ্ছ বানর
তোমার ভয়ে ওরা তো পালাতে বাধ‍্য সদলবলে
তুমি যদি থাকো মারমুখী হয়ে প্রতিরোধে অনঢ় ।


আজকাল ওরাও দিচ্ছে ধোকা দেখিয়ে বিজ্ঞান
তুমিও নাকি হে নর অভিশপ্ত ঐ বানরের সন্তান
ওদের বদমায়েসি তাই এক্ষুনি কর বন্ধ নয়তো
তোমার প্রজন্ম রবে চির অন্ধ হবে শীর্ষ শয়তান  ।


ওরা যতই হোকনা অন‍‍্যায়কারী দুরাচারী আগ্রাসী
যদি তুমি হও আত্মপ্রত্যয়ী ধার্মিক ও সৎ সাহসী
প্রভু তোমার উপর সদা থাকবে সহায় ওরা মাথা
ঠুকে করবে হায়! হায়! অগত‍্যায় হবে দাস দাসী ।


এই বানরের জাতকে আর দিওনা মোটেও প্রশ্রয়
আর দিওনা মোটেও সুযোগ কর সময়ের সাশ্রয়
ওরা সুস্থির নয় বলে সব তছনছ করে চলে তাই
বরবাদ করে দেবে তোমার নিবাস সুখের আশ্রয় ।


ওরা যে সৃষ্টির কলঙ্ক এবং সদলবলেই অভিশপ্ত
বিশৃঙ্খলা ও চৌর্যবৃত্তিও করেছে ভালোভাবে রপ্ত
তোমার সাজানো গোছানো বাগান শুধু করবেই
না নষ্ট দেবে দারুণ কষ্ট সারাক্ষণ রাখবে উত্তপ্ত ।


ওরা মনুষ‍্য সাদৃশ্য বলে ভেবো না আছে মনুষ্যত্ব
স্বীয় স্বার্থ হাসিলে ওদের দেখবে ভয়ানক পশুত্ব
বানর খেদাও নর মুক্ত কর এদেশ বাঁচাও সমাজ
পরিবেশ, রাজনীতিটাকে যে ওরা করছে করায়ত্ব ।


রচনাকালঃ- রাত ১০:৩১টা, রবিবার, ৮ মাঘ ১৪২৯,
২২ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।