আমাকে ছুড়ে ফেলে দিয়ে হয়তো
বর্ণিল সুখে তুমি কাটাচ্ছ দিন ।
দিনকে দিন সেই থেকে আমি শুনি
অবর্ণনীয় কষ্টের সেই মরণ বীণ ।
তোমায় হারিয়ে শোকে পাথর হয়ে
এমনিতে কষ্টে ছিলাম জর্জরিত ।
কাজকর্মে অমনযোগে দারিদ্র্যতার
কষাঘাতে তেমনি হই ক্ষতবিক্ষত ।
এমনি বহুমাত্রিক চাপে পড়ে যখন
নিজের নামও যেন যাচ্ছি ভুলে ।
এত বেদনার যাতাকলে পিষ্ট হতে
হতে ভাবি প্রভু যেন নিলো তুলে ।
হয়তো এই কারণেই পেরেছি বুঝি
ব‍্যথা দিয়ে ব‍্যথা ঢেকে রাখতে ।
নয়তো সুখে থাকলে পারতামই না
এই শোক নিয়ে বেঁচে থাকতে ।
কাঁধে ভীষণ দায়বদ্ধতা আছে বলে
বেঁচে আছি বেঁচে থাকার ছলে ।
যদিও ব‍্যর্থ জীবনে মৃত্যুই শ্রেয়, এ
যে ভীষণ যন্ত্রণা প্রতি পলে পলে ।
সময়গুলো কেটে গেছে শুধু অভাব
অনটনের নিদারুণ নিষ্পেষনে ।
তবুও তোমাকে ভুলিনি এক মুহুর্ত
এতটা সংকটাপন্ন এই জীবনে ।
ভেবেছিলাম তোমাকে পাশে পেলে
দুঃসাহসিক স্বপ্ন হবে সহজসাধ‍্য ।
তোমাকে হারিয়ে সেই স্বপ্ন ভুলতে
কে যেন আমাকে করছে বাধ‍্য ।
তাহলে বল তোমায় হারানোর সনে
সব স্বপ্নও হারিয়ে বাঁচি কেমনে ?
জানো না স্বপ্নহীন ভাবে বাঁচা কতটা
বিভীষিকাময় মানুষের জীবনে !