গনতন্ত্রের ষড়যন্ত্রে মুর্খরাই
মন্ত্রী বনে
        গড়লেও লুটেরার সরকার ।
বাকী অন্ধভক্ত মুর্খরা বলে
কিনা ওরে
        উনারা ভগবানের অবতার !


মুর্খের মুখের ভাষা মন্ত্রীত্ব
পেলে যেন
         হয় আরও বেশী সর্বনাশা ।
অহংকারে আর হুংকারে
তারা সদা
         সমাজটাতে করে তামাশা ।


একে তো তারা মহামুর্খ
তদুপরি
          বনে বসে মুর্খদের রাজা ।
জ্ঞানীগুনি বিদ‍্যানরা ভাবে
তাই হেথা
          জন্মে আমরা পাচ্ছি সাজা ।


মহামুর্খ হয়েও যখন তারা
বনে যায়
         সে দেশের দণ্ডমুণ্ডের কর্তা ।
তারা ভুলভাল বললেও তা
হয়ে উঠে
         মুর্খজনতার ঐশ্বরিক বার্তা ।


জনতাকে এতো মুর্খ রেখে
যারা আজ
        জবরদস্ত চাপিয়েছে গনতন্ত্র ।
নতজানু ধর্মান্ধ জনতার
অন্ধ ভক্তি
        দিয়ে করে শোষণের ষড়যন্ত্র ।


রচনাকালঃ- রাত ১১:৪০টা, রবিবার, ২৫ আষাঢ় ১৪৩০,
৯ জুলাই ২০২৩, ব‍্যঙ্গালোর, ভারত ।