ওগো বিলাসী আর কত
করবে ভোগ বিলাস ?
তোর বিলাসে বল আর
কত পড়বে লাশ ?
হতাশ আমি হচ্ছি দেখে
তোর এমন খায়েশ !
শেষও তো করলি সবই
করতে গিয়ে আয়েশ !
পরিণাম বলে কোন শব্দ
কি তোর অভিধানে নেই ?
নাকি ওসবে বিশ্বাস হয়
না কোন কিছুতেই ?
মুখে পর্দা নাই বলেই কি
ঐ চোখে পড়েছে পর্দা ?
কেউ খাক না খাক তোর
চাই কোর্মা পোলাও জদ্র্দা !
বাঁচবি নাতো অনন্তকাল
এবার সেই চিন্তা কর ।
নয়তো মান ইজ্জত খুঁয়ে
ডোবায় ডুবে মর ।
ভোগে সুখ নাইরে মনা
ত‍্যাগেই আসল সুখ ।
মানব কল‍্যানে ব্রত নিয়ে
সারাও মনের ঐ অসুখ ।