অনন্য সৃজিত মানুষ তুমি
অপার সম্ভাবনাময় ।
সচেতন থাকো সর্বাবস্থায়
ঐ পাপ কভু না হয় ।

বিয়ে বহির্ভূত যৌনতা বন্ধু
কভু কক্ষনও নয় ।
করুণাময় এ কাজেই হয়  
বেশী নিষ্ঠুর নির্দয় ।

এতে দেহমন সারাজীবন
অভিশপ্তই রয় ।
সুপ্রতিভার বিকাশ তাতে  
বাঁধা প্রাপ্ত হয় ।

জ্ঞান আকাশের সূর্যটারও  
আর হবেনা উদয় ।  
পশু সুলভ হবেও তোমার
সেরা সেই হৃদয় ।

সেদিন থেকেই তোমার
হবে সম্ভাবনার ক্ষয় ।
জীবনে কভু আসবেও না  
কাঙ্ক্ষিত বিজয় ।

দিনে দিনেও ঘটবে শুধুই  
নৈতিক অবক্ষয় ।    
মনে আসবেনা শান্তি সদা
থাকবে অস্থিরতা ভয় ।

বেপরোয়া যৌবনের শেষে
আসে গ্লানি ও পরাজয় ।  
তাই,
বিয়ে বহির্ভূত যৌনতা বন্ধু
কভু কক্ষনও নয়........।।

রচনাকাল- রাত ১০.০০টা
২২/১২/২০১৪ মিরপুর, ঢাকা ।