তোর তো নাইরে জুরি নাইরে জুরি
আহা ! বলতে কথা গাঁজাখুরি
ফাঁস হলো তো সব জারিজুরি
তবুও কেন কথায় ফোঁটাও ফুলঝুরি ?


লজ্জা শরম মোটে নাই কিরে তোর
ওরে শালা শুয়োর হারামখোর
তোর মতো তো নাইরে চোর
তবু দেখাসরে আবার ক্ষমতার জোর ?


মুখে তো নিস না মোটে স্রষ্টার নাম
শুধু করিস সদা আকাম কুকাম
আবার পরেরও করিস বদনাম
তুই কি ভাবতে পারিস না পরিণাম ?


তোর তো নাইরে জুরি নাইরে জুরি
আহা ! বলতে কথা গাঁজাখুরি
ফাঁস হলো তো সব জারিজুরি
তবুও কেন কথায় ফোঁটাও ফুলঝুরি ?


তোর ঐ জন্মটাই বোধহয় বৈধ নয়
তাইতো সদাই করিস নয় ছয়
সর্বত্রই তো দাও মিথ্যা পরিচয়
অভিনেতাও জানেনা অমন অভিনয় !


তোকে দেখে লজ্জিত খোদ শয়তান
শয়তানি ছাড়া নাইতো জ্ঞান
উল্টো নিজকে দেখাও মহান
তোর জন্য আজ কারো নাই আসান ।


তোর তো নাইরে জুরি নাইরে জুরি
আহা ! বলতে কথা গাঁজাখুরি
ফাঁস হলো তো সব জারিজুরি
তবুও কেন কথায় ফোঁটাও ফুলঝুরি ?


রচনাকালঃ- রাত ১১:৪৭টা, ১ ভাদ্র ১৪৩০. ২৮ মহরম ১৪৪৫, ১৬ আগষ্ট ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।