যারাই করবে কাজ কাম
শুধু তাদেরই হয় বদনাম
বড় বিচিত্র এই সমাজটা
বিচিত্র যেন এই ধরাধাম !  


যারাই এড়িয়ে চলে দায়
তারাই দেখি হিসেব চায়
মানুষের এমন কাণ্ডজ্ঞান
আগুন লাগায় কলিজায় !  


তারা করবে না সহায়তা
থাক যত প্রয়োজনীয়তা
কৌশলে সবাইকে মুখে
মুখেই দেখায় বদান্যতা ।


নিজে কভু করে না কিছু
লেগে থাকে পরের পিছু
প্রকৃতি ঠিকই এদেরকে
একদা মাথা করায় নীচু ।


বড় অকৃতজ্ঞ মানুষ আজ
অকৃতজ্ঞ এই সভ্য সমাজ
এজন্যই আজ কেউ কারো
জন্য করতে চায়না কাজ ।


রচনাকালঃ- রাত ১১:৩০টা, মঙ্গলবার, ২৪ শ্রাবণ ১৪৩০, ৮ আগষ্ট ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।