গাদা গাদা বই বহনকারী গাধা
বহিঃদৃষ্টি তার খোলা বটে
অন্তঃদৃষ্টি জন্মাব্দি আধাঁরে বাঁধা ।

এত্ত এত্ত বই বহে হয় পুলকিত
অথচ পারে না আত্মস্থ
করতে বলে হয়না আলোকিত ।

গাধা আজীবনই গায় খেটে খায়
বুদ্ধি না খাটানোর দায়
আর তার ঐ জ্ঞানের দৈন‍্যতায় ।

আসলে বইও জ্ঞানের উৎস নয়
জ্ঞানের প্রকাশ দিতেই
শুধুমাত্র তার কিছু জরুরত হয় ।

জ্ঞানার্জনে যোগ আধ‍‍্যাত্মিকতার
ধ‍্যান মৌনতায় ঘটাতে
হয় যে আত্মার সনে পরমাত্মার ।

নচেৎ জ্ঞানের নামে সেসব বৃত্তি
ঐসব বই হতে তুলে এনে
হুবহ তোতার ন‍্যায় বলা উদ্ধৃতি ।

রচনাকালঃ- দুপুর ২.১২টা, মঙ্গলবার, ১৩ বৈশাখ ১৪২৯? ২৫ রমজান ১৪৪২,২৬ এপ্রিল ২০২২, মিরপুর, ঢাকা ।