তোমায় হারিয়ে বাউন্ডুলে চলে                
                   থেকেছিলাম আয় রোজগারহীন ।
অচল জীবনকে সচল রাখতে
                   করেছিলামও অজস্র অঢেল ঋন ।
পাওনাদারের যন্ত্রণা ও স্বজন
                   বন্ধুদের তিরস্কার ছিল প্রতিদিন ।
এভাবেই তোমাকে হারানোর
                   যন্ত্রণা কিছুটা ভুলেছি এতোদিন ।
প্রকৃতির পালা বদলের সুত্রে
                   এ দিনগুলি হয়তো হবে বিলীন ।
কিন্তু আমি কি করে কাটাবো
                   আমার অনাগত সুখের সব দিন ।
ঐ সুখের দিনগুলিই হবে বরং
                    বড্ড ভীতিকর বাঁচলে তুমিহীন ।
কারণ তোমাকে খানিক ভুলে
                    থাকা যায় থাকলেই যন্ত্রণাধীন ।
তুমিহীন সুখের দিন মানেই
                   কানে বাজে যন্ত্রনার মরণ বীণ ।