নতুন কিছু করতে গিয়ে একে তো মনে ধরল ধাঁধা
বুঝে না বুঝেই কাছের বন্ধুটিও দিলো তাতে বাধা
           কিন্তু সে দেখালো না নতুন পথ
           শুধু আমার ব‍্যর্থ করল মনোরথ
অথচ তাতে সবার সাফল‍্য দেখে হলাম যেন গাধা ।


পুরো বিষয়টি খুঁটিনাটি ঘেটে দেখলাম আমি নিজে
না জানা অন‍্যের কাছে বলে ভুলটা করলাম কি যে
            এখন আমি মরছি মাথা ঠুকে
            হাতুরি পেটাচ্ছি নিজের বুকে
ধুঁকে ধুঁকে মরছি আজ এক আস্ত আহাম্মক সেজে ।


জানি এদেশের সবাই একেক জনে মহা বুদ্ধিজীবী
জানুক না জানুক সে বিষয়ে সে করবে জোর দাবী
            ক্ষতি হয় হোক তাতে তার কি
             শেষে দুঃখিত বলবে আর কি
বন্ধুবেসে পরিশেষে করল সর্বনাশ তাই খাচ্ছি খাবি !


নিজ বুদ্ধি জ্ঞানে কখনও না করলেই নিজের কাজ
নিজের রাজ‍্যে চুটিয়ে ছাগলেরাই তো করবে রাজ
             অন‍্যের শুভ কাজে বাধা দিয়ে
            ছিনিমিনি খেলে তার স্বপ্ন নিয়ে
এসব সস্তা বুদ্ধিজীবী দিয়ে আজ ভরে গেছে সমাজ ।


রচনাকালঃ- রাত ১১:১৩টা, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।