একাকী কভুও হয় না বড় কর্মসাধন
জোটবদ্ধ হওয়াটাই বেশী প্রয়োজন ।
এক চোরাও তাই গড়ল চোরের দল
চুরি ডাকাতিতে বাড়ালও শক্তি বল ।
চুরিতে গাঁয়ে তার জুড়ি মেলাও ভার
চোরেরাও সম্মান দিয়ে বলে সর্দার !
নাই ঢাল তলোয়ার সর্দার তবুও সে
অন‍্যরা কেউ না বলুক কি যায় আসে ?
গাঁয়ের বুভুক্ষুদের দিল চুরির পরামর্শ
অনেকে ধারণ করল সর্দারের আদর্শ ।
গঠনও করে তারা রাজনৈতিক জোট
তারাই হয় জন প্রতিনিধি হলে ভোট ।
একদা যখন সবাই হলো জাত চোর
তাদের সন্তানরাও হলো হারামখোর ।
সর্দারের সাধ হলো হতে সমাজপতি
সমাজেও ছেয়ে গেলো ভয়াল দূর্গতি ।
চুরি যখন ওদের প্রধান জীবনজীবিকা
সমাজে অবাধে তাই চলে বিভীষিকা ।
সেও বলতে পারে না এর চেয়ে বেশী
ভয়ও হয় পাছে যদি জানে গ্রামবাসি ।
কাউকেই তাই করতে পারেনা শাষন
জনতাকে শোনায় শুধুই মিথ‍্যা ভাষন।
চোরের সর্দার হয় যদিবা সমাজপতি
কিভাবে বন্ধ করবে সমাজের দুর্নীতি ?


রচনাকালঃ- রাত ১১:৫৪টা, ২৪ শ্রাবণ ১৪২৯, ৯ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা।