গত বিশ বছর আগেকার ঋণ ছিল
নাকি তার পাঁচহাজার ।
সেই অংকটিই ফেরত দিয়ে বন্ধুর
ইচ্ছা দায় মুক্ত হবার ।


অংকটি ঠিক রাখার দেখিয়ে যুক্তি
আহা ! সহজে হতে চায় দায়মুক্তি !  


অথচ বিশ বছরে সব কিছুর দাম
বেড়ে গেছে বহুগুণ ।
পঞ্চাশ হাজার টাকা মাস বেতনেও
তো পান্তা ফুরায় আনতে নুন ।


বিশ বছর পর তার জন্মলো বোধ
ঐ অংকের টাকাই সে করবে শোধ ।

থাকতো যদি ইসলামী যুগের সেই
স্বর্ণমুদ্রার প্রচলন ।
তবে মুদ্রার বদলে সমমুদ্রাই শোধ
করতে হতো না কি তখন ?


রচনাকালঃ- রাত ১১:৩৫টা, সোমবার, ২১ ভাদ্র ১৪২৯,
৫ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।