হেথায় চলবে না রে তোদের খবরদারি
তাই বলছি- দেখাস নে আর দাদাগিরি
আমরা সবাই রসূল (স) সেনা
জান দেবো তবু মান দেবো না
বুকে চেপে রেখেছি যে ক্ষোভাগ্নেয়গিরি !


একবার জ্বালালেই জ্বলবো যে অনির্বাণ
তোদের ভূমিই বানাতে পারি মহাশ্মশান  
সেদিন গলবো না কোন কথায়
তোদের জ্যান্ত জ্বালাবো চিতায়
ভালোয় ভালোয় ফিরে বাঁচাও স্বীয় প্রাণ ।


বহু ত্যাগের বিনিময়ে এনেছি স্বাধীনতা
মানিনা মানবো না আর কারো অধীনতা
তোদের চিনতে নষ্ট করেছি সময়
আর নয় আর নয় কোন বন্ধুত্ব নয়
তোদের সাথে বন্ধুত্ব আদতে কাপুরুষতা !


তোদের মতো বন্ধুর চেয়ে শত্রুই ভালো  
দূরে দূরে থেকে মুখ করে রাখুক কালো
এর চেয়ে বেশি হবেও না ক্ষতি
তোরাই বরং ক্ষতি করিস অতি
তোদের জন্য এদেশে জ্বলে নারে আলো ।


বন্ধু রূপে রয়েছ তো দেশ ধ্বংস করতেই
তোদের মতো নিকৃষ্ট দুনিয়াতে আর নেই
বেজায় নিকৃষ্ট তোদের হৃদয় মন
তোরা যে প্রকৃতিরও বড্ড দুশমন
ইনশাল্লাহ এদেশ ছাড়তে তোদের হবেই ।


কারণ তোদের মতো ক্ষতি করেনি কেউ
তাই সামলাবে কেমনে প্রতিশোধের ঢেউ
কে জ্বালাবে তোদের বংশের বাতি
সমূলেই তো ধ্বংস হবি রাতারাতি
সিংহের সনে তামাশা করিস নারে ফেউ ।।


রচনাকালঃ- বেলা: ৩:২০টা, বৃহস্পতিবার,  ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, মিরপুর, ঢাকা ।