গনতন্ত্র নামক এই শাসন যন্ত্র
মোদের ধোঁকা দিচ্ছে বারবার ।
আমরা জনতা নামক গাধার
গোষ্ঠীটা সর্বদা খাচ্ছি মার ।
আমরা তবু হচ্ছি না সোচ্চার !


শোষকের এই মোক্ষম যন্ত্রটি
যখন থেকে হলো আবিষ্কার ।
জনতার স্বপ্ন সাধ নিরাপত্তার
দূর্গ ভেঙ্গে হলো চুরমার ।
আমরা তবু হচ্ছি না সোচ্চার !


ভণ্ড বদমাস প্রতারকের দল
বারবার গঠন করে সরকার ।
তারপর ইচ্ছে মতো চাই যত
লুটে নিচ্ছে যা দরকার  ।
আমরা তবু হচ্ছি না সোচ্চার !


তত্ত্ব কথায় গনতন্ত্র মানবতার
যেন সবচেয়ে বড় পাহারাদার ।
বাস্তবতায় পুজিঁবাদের মিটায়
সে যত অন‍্যায় আবদার ।
আমরা তবু হচ্ছি না সোচ্চার !


গণতন্ত্রে জ্ঞানীগুনি উপেক্ষিত
পুরস্কৃত হবে অসাধু চাটুকার ।
সোজাসুজি বলতে গেলে সেই
তো জোর যার মুল্লুক তার ।
আমরা তবু হচ্ছি না সোচ্চার !


রচনাকালঃ- বেলা ৩:৪৬টা, রবিবার, ৪ আষাঢ় ১৪৩০,
১৮ জুন ২০২৩, ব‍্যঙ্গলোর, ভারত।