তুমি ঠিক যতটাই ধোঁকাবাজ
আমি যেন ততটাই বোকা ।
নইলে এতো বছর ধরে আজ
খেয়ে যাই তোমার ধোঁকা ?


তুমি তো সুযোগ পেলে তাই
শুধু নিজের ঝোলাটা ভরাও ।
আমি তো খুঁজি না স্বার্থ ভাই
কেন আমায় টুপি পড়াও ?


এত্তো এত্তো স্বপ্ন দেখিয়ে শুধু
কৌশলে নষ্ট করালে সময় ।
শেষে বুঝলাম যার মুখেই মধু
অন্তরটা তার পুরো বিষময় ।


কাউকে ঠকিয়ে কেউ কি কভু
হয়েছে জীবনে সফলকাম ।
আড়ালে সবই দেখেছেন প্রভু
ভয়াবহ তোমার পরিণাম ।


রচনাকালঃ- রাত ১০:২৭টা, শনিবার, ৮ আশ্বিন ১৪৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।