যা ছিল আমার আশা আকাঙ্ক্ষা সক্ষমতা
কামনা বাসনা স্বপ্ন স্বাদ ।
এক এক করে সবই করে দিলে বরবাদ ।
ধন‍্যবাদ । হে পৃথিবী ধন‍্যবাদ ।


যখনি মোহে পড়ে তোমাকে ঘিরে বুনেছি
আমি যত স্বপ্ন জাল  ।
তখনি সেটাই যেন হয়ে দাঁড়িয়েছে কাল !
বুঝিনি তোমার চক্কর চাল ।


তাইতো এখন আর তোমাকে নিয়ে ব‍্যক্ত
করি না কোন আশাবাদ  ।
তোমার বুকেও করিনা স্বপ্নের চাষাবাদ  ।
ধন‍্যবাদ । হে পৃথিবী ধন‍্যবাদ ।


ধর্মে জেনেছি বাস্তবেও দেখেছি তুমি নও
আমার আপন ঠিকানা ।
সবই কেড়ে নিয়ে ইঙ্গিতেও করেছ মানা ।
সেটাই আমার আজ হল জানা ।


নিখাঁদ ভালোবাসলে তোমাকে, তনু মনে
আমার ছড়িয়ে দাও বিষাদ ।
গ্রহণ করাও তীব্র দহন যন্ত্রণার আস্বাদ ।
ধন‍্যবাদ । হে পৃথিবী ধন‍্যবাদ ।


বারবার চপেটাঘাত করেছ আমায় পড়ে
যাই যখন তোমার মোহে ।
রাখোনি একদণ্ড সুখ শান্তির সমারোহে ।
যদিও মন কাঁদে বঞ্চনার বিরহে ।


তোমাকে তাই যে কোন মূহুর্তে ছেড়ে যেতে
চাই, না করে দুখ বেদনার নিনাদ ।
বরং মৃত্যুবার্তা শুনে খুশিতে হবো আহ্লাদ ।
ধন‍্যবাদ । হে পৃথিবী ধন‍্যবাদ ।


রচনাকালঃ- বিকাল ৪.২৫টা, শুক্রবার, ৫ ফাল্গুন ১৪২৮, ১৮ ফেব্রুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।