বৃটিশরা করল দুইশতটি বছর শোষণ
পুরো জাতিটাকেই বানিয়ে দাস ।
পাকিস্তানিরা করে গেল কঠোর শাষন
বাঙালির জীবন করে নাভিশ্বাস ।
স্বাধীনতার পঞ্চাশ বছর কেটে গেলো
কি পেলো দুর্ভাগা এই দেশ জাতি ?
আজও সবকিছুই চলছে এলোমেলো
যেন খোকাখুকিরা খেলে চড়ুইভাতি !
হু হু করে শুধু বেড়েই চলছে যে মানুষ
রাষ্ট্রেরই নাই কোন সুষ্ঠু পরিকল্পনা ।
করছে সবাই দুর্নীতি খাচ্ছেও সুদ ঘুষ
আর চোখে সবার অলীক কল্পনা ।
দ্রুত বর্ধনশীল মানুষের এই বঙ্গদেশে
তাদের সংস্থানে কারো ভাবনা নেই ।
বরং ওরা রক্ত চুষে বিত্ত গড়ে বিদেশে
দাদাগিরি করে জনতাকে পিষেই ।
রক্ষক কিবা শিক্ষক সবি দেশের ভক্ষক
অবৈধভাবে হয়েছে যারা নিয়োগপ্রাপ্ত ।
বিকায় দেশের নারী শিশু রত্ন ও তক্ষক
ভাবেনা মোটেও হবে যে অভিশপ্ত ।
একই ভাষা সংস্কৃতি তবুও বহুধা বিভক্ত
কারো প্রতি কারো নেই দায়দায়িত্ব ।
যেন সবাই সবার চুষে নিয়ে সমস্ত রক্ত
হেথায় বাস করতে চায় লভে অমরত্ব ।
শিক্ষাদীক্ষা ধর্মকর্মে সর্বত্র করে ষড়যন্ত্র
বিশ্বাসঘাতক আর দালালেও পরিপূর্ণ ।
হেথা চোরের আরাধ‍্য মন্ত্র যেন গনতন্ত্র
জাতির স্বপ্ন করে সর্বদা চূর্ণবিচূর্ণ ।
আবার দাস বানাবার চলছে যে চক্রান্ত  
সাধের স্বাধীনতা কৌশলে করে হরণ ।
আড়াইশ সাল শ্রান্ত চিত্তে করে অতিক্রান্ত
এই জাতির বুঝি সন্নিকটে হবে মরণ ।
বিশ্বে নেই আর এমন দুর্ভাগা দেশ জাতি
যার স্বজাতিরাই করে বিশ্বাসঘাতকতা ।
বিশাল এক বপুধারী সার্কাসের এ হাতি
বারবার মোকাবেলা করে নাশকতা ।


রচনাকালঃ- রাত ১০:৩২টা, বুধবার, ২৩ ভাদ্র ১৪২৯, ৭ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।