তুমি যাই বল ভাই মানছি আমি তাই কিন্তু
এ কথা ভুললে চলে কি আর ? এদেশ তোমার আমার !
এদেশ নয় কোন রাজা বাদশার কিংবা কারো বাপ দাদার
ছোট্ট একটি দেশ তথাপি গনবিস্ফোরণ হয়েছে তার !


তুমি মানো আর না মানো এখানে আত্মীয় সবাই সবার
এখানে আমার মা, বোন তোমার জন্মদাত্রী মার
আমার জন্মদাতা বাবা, ভাই তোমার বাবার
আবহমান কাল ধরে এক ঐক্যতানে করছি বসবাস
হিন্দু-মুসলমান বৌদ্ধ-খ্রিষ্টান চিড়পড়শি হয়ে একই পাড়ার


সঙ্কটে সমাধানে ঈদে পার্বণে নতুবা বিশেষ কোন দিনে
মিলেমিশে উদযাপনে উপভোগ করছি হয়ে একাকার
এদেশে নানান মতালম্বীর ঘটেছে মধুর মেলবন্ধন
ঐতিহ্যের আছে শত সংস্কৃতির অসামান্য সমাহার
জারি সারি ভাওয়াইয়া ভাটিয়ালি কবিয়ালি কাওয়ালি
বাউল মুর্শিদী গানে কানে বাজে সদা সুর ঝংকার !


এদেশের সূর্য সন্তানেরা বারেবারে বিনা শর্তে রাখতে
দেশের মান নিজের জানবাজীতেও তারা দুর্দান্ত দুর্নিবার
তাই ভুললে চলবে কি আর, এদেশ তোমার আমার !  
তবে কেন এখানে হিংসা বিদ্বেষ আঁতাত ষড়যন্ত্র
চালাবার, ঘৃণা ছড়াবার এমন ঘৃণ্য পাঁয়তারা তোমার ?


স্রেফ নিজের স্বার্থ চরিতার্থে তুমি কেন এই সময়ের
এই কুখ্যাত নীতিহীন রাজনীতিকে করেছো হাতিয়ার ?
তোমার নীতিহীন সহযোগিতায় এ স্বাধীন সার্বভৌম দেশে
অপতৎপরতা চালাবার কেন সুযোগ হল ঐ ভিনদেশী দাদার ?


কেন বিতর্কিত জঙ্গিবাদ মাথাচারা দিয়ে স্বপ্ন দেখে
আপন নিস্পাপ ভাই-ভগ্নী জ্ঞাতিগোষ্ঠীর নিদারুন রক্ত ঝরাবার ?
কেন তোমার সহযোগিতায় বারেবারে বঞ্চিত জনতার
স্বার্থ ধবংসের চক্রান্তের নির্দেশনা দেয় ঐ বিদেশী গডফাদার ?
এদেশে আগামীর সোনালী দিন আনয়নে কি ভুমিকা হবে তোমার
কর সেই প্রাণান্ত চেষ্টা তার ভোগী যে তোমারই ভাগীদার.........!


তা না করে কোন জ্ঞানে রাষ্ট্রীয় সম্পদ করছ সাবাড় তা আবার
দেশেও করছ না জনস্বার্থে বিনিয়োগ করছ বিদেশে পাচার !
কেন তোমার এহেন অবিদ্যা ভ্রষ্টাচার ? দেশ লুটে বিদেশ বিভূঁইয়ে
সন্তান সন্ততি নিয়ে কি লাভ তাচ্ছিল্যের শরণার্থীর মতো থাকার ?

বলি তাই, যে যাই বলুক ভাই স্বদেশের মঙ্গলার্থে নিজ সামর্থে  
নিজেকে কর উজার করনা চেষ্টা অন্তত তোমার দায়িত্ব এড়াবার
তাও যদি অসম্ভব তোমার;তবে তার ক্ষতির খতিয়ান না বাড়িয়ে
নিঃশর্তে বিনা বাক্য ব্যয়ে যথাশিগগীর তোমার ঐ দায়িত্বটা ছাড় !


এটা হার না, এটা মানুষ হিসেবে মহানুভব দায়বদ্ধতার, অযোগ্যতার
জন্য কেন দুর্ভোগ হবে অন্য সবার, যেহেতু এ দেশ তোমার আমার !
তবে দেশের তরে এযাবৎকালে  করেছি যত অশান্তি আর ভুল ভ্রান্তি
এসো করি তার সংস্কার, নচেৎ মোদেরই প্রজন্ম দেবে চরম ধিক্কার
স্বদেশের ইতিহাসে খল হয়ে বাঁচার কি দরকার ?
   এদেশ তোমার আমার, এদেশ মোদের বংশ পরম্পরার
          প্রত্যকে এদেশটার কথা দিনে অন্তত ভাববো একবার  
                      কিভাবে একটু সেবা দেয়া যায় প্রিয় এদেশটার..... !